How I Began (Tomas Batar Atmojiboni : How I Began)
₹400
টমাস বাটার আত্মজীবনী
টমাস বাটা
বঙ্গানুবাদ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
একটি ছোট্ট পরিবারিক জুতো তৈরির কারখানা থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ ব্র্যান্ড গড়ে তোলার বিস্ময়কর কাহিনি এই আত্মজীবনীতে ব্যক্ত করেছেন টমাস বাটা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কৃত এই আত্মজীএবনী ‘হাউ আই বিগ্যান’-এর বঙ্গানুবাদে উঠে এসেছে টমাস বাটার শৈশবের সংগ্রাম, সাহসী সিদ্ধান্ত, এবং দৃঢ় প্রত্যয়—যেগুলি একজন মানুষকে এবং তার স্বপ্নের প্রতিষ্ঠানকে তিলে তিলে গড়ে তুলেছিল। তবে এই বই শুধু ব্যবসায়িক সাফল্যের গল্প নয়। এটি যুদ্ধ, উদ্বাসন এবং অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও এক দৃষ্টিভঙ্গিসম্পন্ন, মূল্যবোধনিষ্ঠ, ও উদ্ভাবনী মননের বিজয়গাথা। কর্মীদের ক্ষমতায়ন, নৈতিক ব্যবসায়নীতি এবং সমাজমুখী শিল্প গড়ে তোলার চিন্তা—সবই উঠে এসেছে বাটার অনুসরণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট ও অনুপ্রেরণামূলক ভাষায়। স্বপ্ন দেখা, কাজ শুরু করা, এবং অসম্ভবকে সম্ভব গড়ে তোলার শক্তিতে বিশ্বাসী সকলের জন্য এই বই এক আবশ্যিক পাঠ।
DEMY SIZE, HARD BINDING, PAGES: 247
FREE DELIVERY




