Description
পূর্বা সেনগুপ্ত
ডঃ পূর্বা সেনগুপ্ত পেশায় গবেষক। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের ‘ভারততত্ত্ব ও গবেষণা’ বিভাগের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট। পারিবারিক পরিবেশই তাঁর লেখাপড়া বিষয়ে প্রেরণার উৎস। বাবা প্রশান্তকান্তি সেনগুপ্ত ছিলেন কবি, মুকুল সেনগুপ্ত নামে তিনি ‘অচিনতলা’, ‘যদিও প্রথম কলি’ ইত্যাদি কবিতার বই রচনা করেন। পিতৃসূত্রে লেখিকা অতীন বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজের মতো সাহিত্যিককে খুব আপনজন হিসেবে পেয়েছেন। যদিও তাঁর প্রিয় বিষয় সমাজবিজ্ঞান বা ভারতীয় সমাজবিজ্ঞান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী হিসেবে তিনি প্রখ্যাত সমাজবিজ্ঞানের অধ্যাপিকা ডঃ বেলা দত্তগুপ্তের কাছে স্বামী বিবেকানন্দের উপর গবেষণা করার সুযোগ লাভ করেছেন। লেখিকা দীর্ঘদিন ধরে পুরাণ ও মহাকাব্যগুলি নিয়ে নানা গবেষণা করে চলেছেন। সাপ্তাহিক বর্তমান ম্যাগাজিনে ত্রিশ বছরের অধিক সময় ধরে এ বিষয়ে লিখে চলেছেন। ২০১১ সালে শ্রেষ্ঠ প্রবন্ধকার হিসেবে ‘সুমথ নাথ ঘোষ ও গজেন্দ্রনাথ মিত্র’ পুরস্কার লাভ করেন।